১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

লক্ষ্মীপুরে তরুণী ধর্ষণে দেবর-ভাবির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় এক তরুণী ধর্ষণের মামলায় দেবর মাইন উদ্দিন ও ভাবি হালিমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শাকচর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মাইন উদ্দিন এবং তার ভাবি হালিমা বেগম। এদিকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে মাইন উদ্দিনের পরিচয়ে পরিচিত হবেন এবং তার ভরণপোষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রের পক্ষে ডেপুটি কালেক্টর লক্ষ্মীপুরকে নির্দেশ দেন আদালত। রায়ের সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট মো. আবুল বাশার এ রায়ের তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৪ এপ্রিল রাতে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ভাবি হালিমার সহযোগিতায় একাধিকবার ধর্ষণ করেন মাইন উদ্দিন। এতে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন। ওই ঘটনায় এলাকায় একাধিকবার উদ্যোগ নিয়ে মীমাংসা না হওয়ায় ওই বছরের ৩০ অক্টোবর মাইন উদ্দিন ও ভাবি হালিমা বেগমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন নির্যাতিতা। ধর্ষণের ফলে ওই তরুণীর ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। একই বছরের ২১ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১:২৪ অপরাহ্ণ