২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫০

গুজরাটে বন্যায় একই পরিবারের ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের গুজরাট প্রদেশের প্রলয়ংকারী বন্যার পানি নেমে যাওয়ার সময় টের পাওয়া গেল একই পরিবারের ১৭ জন সদস্য মারা গেছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১০ এর বেশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রদেশ হিসেবে খ্যাত গুজরাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে বেশ চাপে আছে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির। এবি পারমার বার্তা সংস্থা এএফপির কাছে বলেন: ‘মনে হচ্ছে তারা বন্যার পানিতে ডুবে গিয়েছিল। তাদেরকে ময়লার নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে।’

গুজরাটের বানসকণ্ঠ জেলাতে এরকম হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। গুজরাটের একজন সিনিয়র সরকারী কর্মকর্তা পঙ্কজ কুমার মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন। সরকারী হিসেবে গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িযেছে। ১১১। ৩৬ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আটকেপড়াদের উদ্ধারে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করা হচ্ছে।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারে করে গুজরাট পরিদর্শন করেন। গুজরাটের পাশাপাশি আসাম ও অরুনাচল প্রদেশেও তীব্র বন্যা দেখা দিয়েছে। আসামে বন্যায় অন্তত ৭৫ জন মারা গিয়েছে বলে জানা যায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ