১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

আজকের দিনটি

কিংবদন্তি গৌতম
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩
ভাগ্য+চেষ্টা= ফল

Mesh উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরানো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দ লাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহ যোগ আছে।
প্রতিকার: বাড়ি থেকে বেরনোর সময় প্রসাদী ফুল সঙ্গে রাখুন, সব বাধা বিপত্তি কেটে যাবে।

Brisho

 আর্থিক ক্ষেত্র ভালো। তবে মাঝে মধ্যে অধিক ব্যয় হবে। পরিবারের সদস্যদেরে জন্য চিন্তাভাবনা থাকবে এবং হতাশ জাগতে পারে। কর্মসূত্রে সন্তানের দূরে যাবার সম্ভাবনা।
প্রতিকার: একটি রূপার চেন গলায় ধারণ করুন। সর্বকার্যে সফলতা লাভ করবেন।

Mithun  শরীর স্বাস্থ্যের প্রতি যত্নের প্রয়োজন। চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগে উপকৃত হবার সম্ভাবনা। কাজের জন্য প্রশংসা পাবেন।
প্রতিকার: যে কোনও চতুষ্পদ প্রাণীকে খাদ্যদ্রব্য দান করুন। গ্রহ বিরূপতা হ্রাস পাবে।

Korkot কর্মপ্রার্থীদের বে সরকারি ও আধা সরকারি ক্ষেত্রে সাফল্য আসবে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম ভালোবাসায় বাধা বিঘ্ন থাকবে। অযথা উদ্বেগ দেখা দেবে।
প্রতিকার: আজ সোনার গহনা ব্যবহার করলে সুফল পাবেন।

Singho

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নমণীয় থাকবে। সহকর্মীদের জন্য সামান্য হলেও সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবহার সূত্রে অর্থাগম ভালোই হবে। শেয়ার বা ফাটকায় বুঝে শুনে বিনিয়োগ করা দরকার।
প্রতিকার: আজকের দিনে সমস্তরকম নেশা বর্জন করুন। ভালো থাকবেন।

Konya

গৃহ সংস্কার ও উন্নতি ঘটবে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সন্তানের জন্য তেমন কোনও ভাবনা নেই। মাতার শরীরের প্রতি অবহেলা করা ঠিক হবে না।
প্রতিকার: আজ গণেশ স্তব পাঠ করুন। সর্ব বাধা বিপত্তি কেটে যাবে।

Tula

 বিদ্যায় স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ আছে। ব্যবসায় যোগ দেওয়া যেতে পারে। কোনরকম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করাই শ্রেয়।
প্রতিকার: বজরংবলী মন্দিরে পূজা দিন। উপকৃত হবেন।

Brishchik  বৃশ্চিক: কর্মরতদের যশ ও সম্মান লাভ হবে। কর্মের দায়দায়িত্ব বাড়বে। আর্থিক ক্ষেত্র শুভ। তবে উপার্জন নিয়ে হতাশা থাকবে। মাঝে মধ্যে ব্যয় বৃদ্ধি পাবে।
প্রতিকার: শুভ কার্যে বেরনোর পূর্বে চন্দনের টিপ কপালে লাগিয়ে বেরবেন। সমস্ত কার্যে সফলতা পাবেন।

Dhonu

 কর্মস্থলের পরিবেশ পক্ষে থাকবে। ব্যাবসা স্থান ক্রমশ শুভ হবে। উপার্জন বাড়বে। যৌথ ব্যবসায় সাফল্য আসবে। গৃহে কোনও শুভ কাজ হতে পারে।
প্রতিকার: আজ নীল রঙের রুমাল সঙ্গে রাখুন। সর্বকার্যে সফলতা পাবেন।

Mokor

 সহকর্মীদের থেকে সহযোগিতা পেলেও গোপন শত্রুতা থাকবে। প্রতিবেশী থেকে সমস্যা দেখা দিতে পাবে। শরীর স্বাস্থ্য ভালোমন্দ মিশিয়ে চলবে। ভ্রমণ যোগ আছে।
প্রতিকার: সূর্যস্তব পাঠ করুন। হারানো মানসিক শান্তি ফিরে পাবেন।

Kumbho

 পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও যত্নের প্রয়োজন। পেশাগত সম্মান বাড়বে। যোগাযোগ বৃদ্ধি পাবে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রতিকার: আজ লাল রঙের পোশাক ব্যবহার করলে সুফল পাবেন।

Meen

 মাঝে মধ্যে অধিক শ্রম ও চিন্তার কারণে অবসাদ দেখা দেবে। যতটা সম্ভব বিশ্রাম ও চিন্তামুক্ত থাকা দরকার। বিদ্যায় মনোসংযোগের অভাব দেখা দেবে।
প্রতিকার: সাধ্যমতো কাঁসার বাসন দান করুন। গ্রহবিরূপতা হ্রাস পাবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ