১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

খানাখন্দে ভরা সিরাজগঞ্জ সড়কে যানজট নিত্যসঙ্গী

নিজস্ব প্রতিবেদক:

খানাখন্দ, ঝুঁকিপূর্ণ নড়বড়ে নলকা সেতু ও সড়ক সংস্কারের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজট লেগেই থাকে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক, ঢাকা-বগুড়া মহাসড়ক ও হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানবাহন চলাচলে অচলাবস্থা হয়ে পড়েছে। এ মহাসড়কের যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই খররৌদ্র ও মহাসড়কজুড়ে যানজটের কারণে ঢাকা-উত্তরাঞ্চলগামী হাজার হাজার মানুষ পড়েছেন চরম বিপাকে।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১০ কিলোমিটার, গোলচত্বর থেকে রায়গঞ্জের ভুইয়াগাতি পর্যন্ত ১০ প্রায় কিলোমিটার ও গোলচত্বর থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এই ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহনগুলো।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) মিলাদুল হুদা বলেন, হাটিকুমরুল গোলচত্বরে সংস্কার কাজ চলমান থাকায় এ যানজট লেগে রয়েছে। আজ সকাল থেকেই তীব্র তাপদাহের কারণে যাত্রীদের ভোগান্তি আরো বেড়ে গেছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সলঙ্গা থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত বড় বড় গর্ত আর খানাখন্দে ভরে গেছে এ মহাসড়কটি। এ কারণে যানজটের তীব্রতা বেড়ে গেছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, খানাখন্দ ও নলকা সেতুর মেরামতের জন্য যানচলাচলে সাময়িক সমস্যা হচ্ছে। তবে বৃষ্টি না হলে মেরামত কাজ দ্রুত শেষ হবে বলে আশা করেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ