১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

বেনাপোলে সোনার বারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

ভারতে পাচারের সময় বেনাপোল থেকে ৪০০ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুই পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার দুই স্বর্ণপাচারকারী পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলো- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মল্লিকপুর গ্রামের আরিফুল ইসলাম (৩৪) ও নারায়নগঞ্জ জেলার চরশাহারা এলাকার আল রশিদ হারুন (৫০)। তাদের পাসপোর্ট নং-বিপি- ০৩৩৭০৩৫ ও বিএফ-০৮০৪২৯৭। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব জানান, গোপন সংবাদের শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থান করে।এরপর তারা বেনাপোল কাস্টমস চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার জন্য পাসপোর্টের কাজ শেষ করে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১০:০৮ পূর্বাহ্ণ