মুশফিকুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বুলসের মালিক আবদুল আওয়াল চৌধুরী বুলু। মুশফিকও তা মেনে নিয়েছেন। দুই পক্ষের সমঝোতার পর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল বিষয়টির ইতি টেনেছে। মুশফিক আহতবোধ করবেন, এমন কিছু বলেননি বলে জানান আবদুল আওয়াল।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘যখন শুনলাম মুশফিক আমাকে না বলেই দল ছেড়ে দিচ্ছে তখন নিজের কাছেই খারাপ লাগল। তখন হয়তো আমি কিছু বলে ফেলেছি। বুঝিনি মুশফিক এ নিয়ে কষ্ট পাবে। আমি দুঃখিত।’ তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আমি আমার দলের খেলোয়াড় ও অধিনায়ককে বলেছি। তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বা আমি বোর্ড পরিচালক সে হিসেবে কথাটা বলিনি। তার চলে যাওয়ার কথা শুনে আমি কষ্ট পেয়েছিলাম।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মলিক বলেন, ‘মুশফিক সম্পর্কে বরিশালের মালিকের কথায় দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা বরিশালের মালিককে একটা চিঠি দিয়েছিলাম। তিনি উত্তর দিয়েছেন। পরে আমরা মুশফিকের সঙ্গেও বসেছি।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন। মুশফিকও বিষয়টি স্পোর্টিংলি নিয়েছে। এ ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে। সবাই সচেতন হলে এমন ভুল বোঝাবুঝি হয়তো আর হবে না।’
দৈনিকদেশজনতা/এন এইচ