১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

চ্যাম্পিয়ন্স কাপে জয় তুলে নেয় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে এতো শত আলোচনা-সমালোচনা। তার একটুও কি নেইমারের কানে পৌঁছাচ্ছে না। অবশ্য বার্সেলোনার চাওয়া, এসব তার কান পর্যন্ত না যাওয়ায় ভালো। তাতে আর কিছু হোক বা না হোক লাভ আর্নেস্তো ভালভাদ্রের। এই যেমন বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নন্স কাপে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একমাত্র গোলে জয়ের নায়ক কিন্তু ব্রাজিল ফরোয়ার্ড নেইমারই। খেলার ৩১ মিনিটে ডি-বক্সের ভেতরে লিওলেন মেসির নিখুঁত পাস পেয়ে জালে জড়ান তিনি। এরপর হোসে মরিনহোর শিষ্যরা অনেক খেটেছেন। কিন্তু গোলের দেখা পাননি। মেসিরাও ব্যবধান বাড়াতে পারেননি। ফলে ইন্টান্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বার্সেলোনা। এর আগে প্রথম ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারায় বার্সা। সেই ম্যাচে দুটি গোলই করেছিলেন নেইমার। অন্যদিকে প্রথম ম্যাচে পেনাল্টি শ্যুটে রিয়াল মাদ্রিদের কাছে জেতার পর এই ম্যাচে এসে হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ