১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

পাশের দাবিতে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  ৫৮ জন শিক্ষার্থীকে পাশ করিয়ে দেয়ার দাবিতে আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা ফেল করে।

রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহা অভিযোগ করেন, তারাসহ ২১২ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল ঘোষণার সময় প্রথমে তাদের পাস দেখানো হয়। তবে পরে আবার তারাসহ ৫৮ জন শিক্ষার্থীকে ফেল দেখানো হয়। পাস দেখানো হয়েছে ১৫৪  জন শিক্ষার্থীকে।

এ ব্যপারে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনিমেষ মজুমদার জানান, মোট ২১২ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ১৫৪ জন পাশ করেছে।

প্রকাশ :মে ৯, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ