১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে আমরা নির্বাচন করবো।

দেশজনতা রিপোর্ট:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালামের সভাপতিত্বে মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনাবিবি হেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, আমরা গত নির্বাচনে যাইনি কারণ শেখ হাসিনা কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়নি। আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে আমরা নির্বাচন করবো।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য দাবি আদায়ের লক্ষ্যে সকলকে আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত থাকতে হবে এটাই খালেদা জিয়ার নির্দেশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন আমাদের ডাক দিবেন সংঘবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পরতে হবে।

এম/এম

প্রকাশ :মে ৯, ২০১৭ ৭:৫৪ অপরাহ্ণ