১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৩

সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: মির্জা ফখরুল

দেশজনতা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই দলটি এখন বিএনপি নেতাকর্মীকে গুম, খুন ও মামলা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু দেশের জনগণ কিছুতেই তা মেনে নেবে না। খুব অল্প সময়ের মধ্যে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছেন। আইনের শাসন নিয়ে প্রধান বিচারপতি নায্য কথা বলেছেন। যে কারণে প্রধানমন্ত্রী এখন প্রধান বিচারপতির সমালোচনা করছেন।

মির্জা ফখরুল বলেন, দেশে এখন ব্যাপক দুঃশাসন চলছে। আওয়ামী লীগ যেটাই করছে সেটাই এখন আইনে পরিণত হয়েছে। বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের সভাপতি সাঈদ হোসেন সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন প্রমুখ।

এম/এম

প্রকাশ :মে ৯, ২০১৭ ৮:০৫ অপরাহ্ণ