২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৯

৫৭ ধারা সাংবাদিকদের জন্য তৈরি করা হয়নি

নিজস্ব প্রতিবেদক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা কখনো সাংবাদিকদের জন্য তৈরি করা হয়নি, এটা সব নাগরিকের জন্যই তৈরি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তাসহ দেশের নিরাপত্তার জন্যই এই আইন তৈরি করা হয়েছে।’ বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ করলে সবাই এই ৫৭ ধারার আওতায় থাকবে। সুতরাং এটা সাইবার অপরাধ দমন করার জন্য, সাংবাদিক উচ্ছেদ করার জন্য ৫৭ ধারা নয়। ‘রাষ্ট্র, সরকার, মন্ত্রী অথবা এমপিদের সমালোচনা করার জন্য কোনো সাংবাদিকের উপর তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রয়োগ হয় না’ বলে মন্তব্য করেন মন্ত্রী।

পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিতি ছিলেন। স্কুলটিতে পোশাক শ্রমিকদের ছেলে-মেয়েদের বিনামূল্যে পড়ানো হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ