১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১

মারা গেল জোড়া লাগা যমজ শিশু টিনা-মিনা

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে চুয়াডাঙ্গায় জোড়া লাগা যমজ শিশু মারা গেছে। জন্মগ্রহণের ৪ দিন পর মঙ্গলবার রাতে শহরের উপশম নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। চিকিৎসকরা ওই কন্যা শিশু দুটির নাম রেখেছিল টিনা ও মিনা।

শিশুর মা সিনথা বেগম জানান, জন্মের পর থেকেই তাদের আচরণ ছিল অস্বাভাবিক। মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় তারা মারা যায়। চিকিৎসক ডা. জিন্নাতুল আরা জানান, রোববার রাতে জন্মগ্রহণের পর থেকে তাদের নার্সিং হোমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে শারীরিক সবকিছু ঠিক থাকলেও মলমূত্র ত্যাগ না করায় শিশু দুটি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, রোববার রাতে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের উপশম নার্সিং হোম নামে একটি ক্লিনিকে অস্ত্রোপচার করে ওই প্রসূতির গর্ভ থেকে জোড়া লাগা দুটি জমজ কন্যা ভূমিষ্ঠ করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ২:৩৭ অপরাহ্ণ