১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

আজকের দিনটির রাশিফল

Mesh সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশংকা। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের উৎপত্তি।
প্রতিকার: গুড়ের তৈরি দ্রব্য জলাশয়ে ভাসিয়ে দিন। সুফল পাবেন।

Brisho

কর্মক্ষেত্রে আকস্মিক গোলযোগ বৃদ্ধি। মাতুলের শরীর স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। প্রেমে সফলতা প্রাপ্তি। বাহন ক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় সফলতা প্রাপ্তি।
প্রতিকার: প্রাতঃকালে গুরুজনকে প্রণাম করে দিন শুরু করুন। উপকার পাবেন।

Mithun

মামলা-মোকদ্দমায় নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। নেত্র, শিরোঃ পীড়ায় কষ্ট। শ্বশুরবাড়ি সূত্রে প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসায়ীদের পক্ষে শুভ।
প্রতিকার: একটি রূপার আংটি ধারণ করুন। উপকৃত হবেন।

Korkot

অগ্নি, বিদ্যুৎ থেকে সতর্কতা প্রয়োজন। মূল্যবান সামগ্রী চুরি হারিয়ে যাওয়ার সম্ভাবনা। সতর্ক থাকলে এই ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। শরীরের নিম্নস্থানে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা।
প্রতিকার: সূর্যস্তব পাঠ করুন। শান্তি পাবেন।

Singho

প্রিয়জনের ব্যবহারে মনোকষ্ট প্রাপ্তি। দূর ভ্রমণে আনন্দ লাভ। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করে চললেই শুভ। প্রেমে অনাবশ্যক তর্ক-বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন।
প্রতিকার: কুমারী মেয়েদের মিষ্টান্ন দান করুন। সকল কার্যে সফলতা লাভ করবেন।

Konya

আয় ব্যয়ের মধ্যে সমতা প্রয়োজন। শেয়ার-ফাটকা লটারিতে অতিরিক্ত বিনিয়োগ আজনা করাই ভালো। সহপাঠীর সহযোগিতায় বিদ্যার্জনে শুভ পরিবর্তন।
প্রতিকার: আজকের দিনে তুলসী গাছের গোড়ায় জল ঢালুন। গ্রহশান্তি বিধান হবে।

Tula

কর্মক্ষেত্রে বহুদিনের উচ্চাশা পূরণ হতে পারে। গুপ্ত শত্রু মোকাবিলায় বুদ্ধিদীপ্ত পরিকল্পনা প্রয়োজন। সংক্রমণ জনিত কারণে শারীরিক ক্ষয়ক্ষতি।
প্রতিকার: আজকের দিনে কালো রং পরিহার করলে উপকৃত হবেন।

Brishchik

বিদ্যার্থীদের পক্ষে দিনটা শুভ। শেয়ার-ফাকটায় উপার্জন বৃদ্ধি। যাবতীয় আটকে থাকা কাজে সফলতা আসতে পারে। ভ্রমণের সুযোগ মিলতে পারে।
প্রতিকার: আজকে সাদা রঙের পোশাক ব্যবহার করুন। সুফল পাবেন।

Dhonu

বিতর্ক-বিবাদ থেকে নিজেকে শত হস্ত দূরে রাখবেন। দাম্পত্য কলহে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বন্ধুরূপী দুর্জন ব্যক্তি থেকে সাবধান। কর্মে পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি।
প্রতিকার: সম্ভব হলে গঙ্গা স্নান করবেন। গ্রহ বিরূপতা হ্রাস পাবে।

Mokor

গোপন প্রেম দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে। কর্মস্থানে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সাবধানতা প্রয়োজন। পিতা/মাতার শরীর স্বাস্থ্যের উন্নতি।
প্রতিকার: ভূ-গর্ভস্থ জলে স্নান করুন। গ্রহদোষ খণ্ডন হবে।

Kumbho

কর্মক্ষেত্রে বদলীর সম্ভাবনা। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের সুযোগ বৃদ্ধি। সন্তানের বিদ্যা শিক্ষায় ক্রমিক অবনতিতে হতাশা বৃদ্ধি। স্বজন বিরোধে মানসিক অসন্তোষ।
প্রতিকার: সম্ভব হলে হরিণের চামড়া ঘরে রাখুন। উপকার পাবেন।

Meen

উচ্চ শিক্ষা গবেষণায় বহুদিনের স্বপ্নপূরণ হওয়ার ইঙ্গিত। আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা। অতিরিক্ত কায়িক পরিশ্রমের মাসুল গুণতে হতে পারে।
প্রতিকার: শিবের পূজা করুন। গ্রহশান্তি বিধান হবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ২:৩৬ অপরাহ্ণ