১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

বৃষ্টির পানিতে থৈ থৈ ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

চলছে বর্ষা ঋতুর শ্রাবণ মাস। প্রতিনিয়ত অঝরে ঝরছে বৃষ্টি। শ্রাবণের ধারায় রাজধানীর রাস্তায় পানি থৈ থৈ অবস্থা। পানির নিচে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। যানজট তীব্র থেকে আসহনীয় পর্যায়ে চলে গেছে। ঘণ্টার পর ঘণ্টা রাজধানীর বিভিন্ন সড়কে যানজটে আটকে থাকতে হচ্ছে রাজধানীবাসীকে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পানি। কিছু কিছু সড়কের উপরে দিয়ে পানি গড়াচ্ছে নদীর স্রোতের মতো। দেখে বোঝার উপায় নেই সেগুলো সড়ক নাকি নদী।

বৃষ্টির পানি জমে কোনো কোনো এলাকায় কাদা-পানি মিলে একাকার হয়ে রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। রাজধানীবাসীকে সকাল থেকেই নানা প্রয়োজনে ঘর থেকে বের হয়েই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন গিয়ে ও বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই মতিঝিলের বনশিল্প ভবন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশপাশে হাঁটু পানি জমে গেছে। শান্তিনগর, মালিবাগ, মৌচাক, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, ধানমণ্ডি ২৭, বসুন্ধরা সিটির সামনে, আজিমপুর, মহাখালী, মিরপুরের কাজীপাড়া, শ্যামলী, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায়ও তৈরি হয়েছে জলাবদ্ধতা। আর রাজধানীর এসব গুরুত্বপূর্ণ সড়গুলোতে জলাবদ্ধতার কারণে নিত্য যানজটের শহরে রূপ নেওয়া রাজধানীতে আরো তীব্র যানজট তৈরি হয়েছে। আর যানজটের কারণে জনজীবনে নেমে এসছে চরম দুর্ভোগ। কোথাও কোথাও সড়কের ম্যানহোলের ঢাকনা না থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হতে হয়েছে। আবার পানিবদ্ধতার কারণে কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় যানজট দীর্ঘায়িত হতে দেখা যায়।

মিজানুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। মালিবাগের চৌধুরীপাড়ায় বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় পানি। অনেক কষ্টে পানি ঠেলে এসে বাস পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষার পর বাসে উঠে তীব্র যানজটে পড়েছি। যানজটের কারণে ১৫ মিনিটের রামপুরা-বাড্ডার রাস্তা পার হতে সময় লেগেছে দের ঘণ্টা।’

মোহাম্মদপুরের বাসিন্দা আবু কালাম জানান, কয়েকদিনে বৃষ্টিতে পানি জমে এখন সব হাওরের মতো হয়ে গেছে। রাস্তায় নেমে গাড়িতে ওঠার অবস্থাও নেই। পানিতে ভিজে কোনোভাবে বাসে চড়লেও সেসব বাস যানজটের কবলে পড়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতে হচ্ছে বাসেই।

সাগর নামে এক বাসচালক বলেন, ‘অধিক পানির কারণে আমরা (চালক) যেমন রাস্তায় খানাখন্দ গর্ত দেখতে পাই না। তেমনি রাস্তার পানি ইঞ্জিনে ঢুকে গাড়ির স্টার্ট বন্দ হয়ে যায়। এসব কারণে তীব্র যানজট তৈরি হয়। রাস্তায় পানি থাকায় সব রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে না। এ জন্যও যানজট লেগে যায়।’

গত রোববার রাত থেকে রাজধানীসহ সারাদেশে কখনও হালকা আবার কখনও ভারিবর্ষণ হচ্ছে। সাগরে লঘূচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই এ বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১:৪৪ অপরাহ্ণ