২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৩

ব্যাংকের ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ হিসেবে প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর গুলশান ও সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেনন।

গ্রেফতারেরা হলেন- রতন ট্রেডার্সের মালিক আলী আকবর খান রতন ও জিও ট্রেডিং সার্ভে কর্পোরেশনের এমডি ইঞ্জিনিয়ার গোলাম কবীর। এ বিষয়ে দুদক সূত্র আরো জানায়, আসামিদেরকে রমনা মডেল থানায় রাখা হয়েছে। তাদেরকে আজই আদালতে হাজির করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১:৪৭ অপরাহ্ণ