১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

মুসলিমদের আল-আকসা পরিদর্শনে যেতে বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বিশ্বের সকল মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা জেরুজালেমের আল-আকসা মসজিদ রক্ষায় এগিয়ে আসেন। খবর: আনাদোলু এজেন্সি।

মুসলিমদের প্রথম কিবলা এই মসজিদটি গত সপ্তাহে বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরাইল। মসজিদ বন্ধ করে দেওয়াতে পশ্চিম তীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইলের এমন পদক্ষেপের প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ মিছিল করে ফিলিস্তিনিরা। এতে ইসরাইলি সেনা ও সেটলারদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হন।

দুদিন বন্ধ থাকার পর মসজিদটি আবার খোলা হয়। তবে এবার ফটকে মেটাল ডিটেক্টর ও ক্যামেরা বসানো হয়। অপমানজনক এই পদক্ষেপের প্রতিবাদে মসজিদের বাইরেই নামাজ পড়ে আসছেন ফিলিস্তিনিরা।

ইসরাইল অধিকৃত জেরুজালেমে চলমান এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার একে পার্টির সংসদীয় দলের সভায় এরদোগান বলেন, ‘সাধারণ ছলছুতোয় ইসরাইলি সেনারা তাদের কমব্যাট বুট পরে আল-আকসা মসজিদ প্রাঙ্গন অপবিত্র করে। তারা এটা করতে পারে কারণ আমরা মুসলমানরা জেরুজালেমের উপর আমাদের দাবি আরোপ করছি না।’

এরদোগান আরো বলেন, মুসলমানদের এই পবিত্র স্থাপনাটি রক্ষা করা শুধু সাধারণ একটি বিষয় নয়, এটা বিশ্বাসের অংশ। বিশ্বের সকল মুসলিমের প্রতি আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘যাদের পক্ষে সম্ভব তারা আল-আকসা পরিদর্শন করুন। আর যারা আল-আকসায় যেতে পারছেন না, তাদের উচিত সেখানকার ভাইদের জন্য সহায়তা পাঠানো।’

এরদোগান তার বক্তৃতায় সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর নিয়েও কথা বলেন। তিনি বলেন, মুসলমান রাষ্ট্রগুলোর ভাইয়ে ভাইয়ে লড়াই করা নয় বরং একে অন্যকে সহায়তা করা উচিত। উপসাগরীয় দেশগুলোর চলমান সংকট নিরসনসহ মুসলিম দেশগুলো কিভাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে, সে প্রক্রিয়া নিয়ে তুরস্ক কাজ করছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ