১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

বিসিবির গঠনতন্ত্রে হস্তক্ষেপ করতে পারবে না ক্রীড়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্ষমতায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হস্তক্ষেপ করতে পারবে না মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এ ছাড়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে সেখানে বেশ কিছু নির্দেশনার উল্লেখ থাকবে বলেও জানিয়েছেন আদালত। এ সংক্রান্ত আপিল আবেদনের দীর্ঘ শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে একই বছরের ২৮ জানুয়ারি হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি। ওইদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর বিভিন্ন সময়ে এ স্থগিতাদেশের সময় বাড়ানো হয়।

২০১২ সালের নভেম্বর গঠনতন্ত্রের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন বিসিবির সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু।

রিট আবেদনে বলা হয়, বিসিবির বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের মতামত নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গঠনতন্ত্র পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ গঠনতন্ত্র যাচাই-বাছাই করে সংশোধন করে বিসিবিতে ফেরত পাঠায়। ফের বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে গঠনতন্ত্র সংশোধন করে এনএসসি। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ