১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

লালমনিরহাটে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে লিটন মিয়া (১৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্ত থেকে বুধবার ভোরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। লিটন মিয়া শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোরে বুড়িমারী মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে গরুসহ লিটনকে ধরে নিয়ে যায় বিএসএফ। ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় লিটনসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় গরু পার করছিলেন। এ সময় বিএসএফ টের পেয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে যায়। বর্তমানে লিটন কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১:০৯ অপরাহ্ণ