১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

কলেজছাত্রীকে যৌন নির্যাতন করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে মারধর, যৌন নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কার করা হয়। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও কলেজ ছাত্রীকে মারধর ও যৌন নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে সাদ্দাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন স্বাক্ষরিতপত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএনসিসি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দামকে আটকের আশ্বাস দেয়। পরে বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ছাত্রলীগ নেতা সাদ্দাম সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ