নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আজিজুর রহমানের আহবানে সারা দিয়ে বিভিন্ন দানশীল মানুষের অর্থায়নে জেলার ৫টি উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করা হচ্ছে।
গত ২১ জুলাই শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে ১৫০ দুর্গত পরিবারে ত্রান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
গত ২২ জুলাই শনিবার জেলা পরিষদের আহবানে প্রাইম ব্যাংকের অর্থায়নে কুলাউড়া উপজেলার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের এক হাজার বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি রওনক আহমেদ অপু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জেরিন আক্তার, বদরুল ইসলাম, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
রোটারেক্ট মৌলভীবাজারের পরিচালনায় জেলা পরিষদের পক্ষথেকে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ৫০ টি বন্যা দুর্গত পরিবারে ত্রান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারেক্ট মৌলভীবাজারের সভাপতি জায়েদ খান, সুলতানুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, রাসেল আহমদ সহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
এছাড়া মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলায় বন্যা দর্গতদের মধ্যে ত্রান পৌছে দেয়া হচ্ছে। জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন জেলার ৫টি উপজেলার প্রায় ৮লক্ষ মানুষ বন্যা কবলিত। তাদের জন্য এই ত্রান পর্যাপ্ত নয়। সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি মানবিক আবেদন, বন্যা দুর্গতদের পাশে দাড়ান, তাদের জীবিকা নির্বাহে সাহায্য করুন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ বলেন জেলার বিরাট অংশ বন্যা কবলিত, আমরা বন্যা কবলিত বানবাসীদের সাহায্য করছি, আপনারাও তাদের পাশে দাড়ান। সকলের সম্মেলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা সহজ হবে।
দৈনিকদেশজনতা/এন এইচ