২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৫

যাত্রাবাড়ী-চিটাগাং রোডে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে যাত্রাবাড়ী থেকে শনির আখড়া-চিটাগাং রোডে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। টানা বৃষ্টিতে ওই সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দের কারণে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বুধবার সকাল থেকে সড়কটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী মাছের আড়তের পানির কারণে ফ্লাইওভারের নিচের এ সড়কের অর্ধেক আগেই ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছিল। আর সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে এখন সড়কের সম্পূর্ণ অংশই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে যেকোনো যানবাহন যেতে গেলে তা খানাখন্দে পড়ে বিকল হয়ে পড়ছে।

সড়কের এমন অবস্থার কারণে যাত্রাবাড়ী মোড়ে ব্যারিকেড দিয়ে তা বন্ধ করে রেখেছেন পুলিশ সদস্যরা। এ সড়ক দিয়ে যাওয়ার জন্য যেসব পরিবহন আসছে সেগুলো মোড় থেকেই ফিরিয়ে দিচ্ছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা এবং গাড়ি ঘুরিয়ে নিয়ে ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

স্থানটিতে দায়িত্বরত পুলিশ সদস্য সেলিম জানান, বৃষ্টির কারণে যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে ফ্লাইওভারের টোলপ্লাজা পর্যন্ত সড়ক বেশ খারাপ হয়ে পড়েছে। গর্তে পড়ে একাধিক ট্রাক বিকল হয়ে গেছে। রাতে বিকল হওয়া দু’টি ট্রাক সরিয়ে নেয়া হয়েছে। রাত ৩টার দিকে আরও একটি ট্রাক বিকল হয়ে যায়।

তিনি বলেন, ফ্লাইওভারের নিচ দিয়ে এখন গাড়ি চলাচল করতে পারছে না। আগে যে গাড়িগুলো গিয়েছিল তা মাছের আড়তের সামনে গিয়ে আটকে আছে। যে কারণে আমরা গাড়ি ঘুরিয়ে ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এ সড়কটি কখন ব্যবহারের উপযোগী হতে পারে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ভবিষ্যৎ বলা যাবে না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ