১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

হবিগঞ্জের চার শিশু হত্যা মামলার আসামিদের হাজির আদালতে

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার পাঁচ আসামিকে আদালতে তোলা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তাদের সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে তোলা হয়। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় ইছাবিল থেকে তাদের বালুচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনির মিয়ার বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ২০১৬ সালের ২৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির তৎকালীন ওসি মোক্তাদির হোসেন নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে চলতি বছরের ৭ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। গত ১৫ মার্চ মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ