১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

মোহনগঞ্জে ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক:

নেএকোনা জেলার মোহনগঞ্জ থানায় ২০ পিচ ইয়াবা সহ রোমন খান পাঠান(৪২) নামে একজন মাদক বিক্রেতাকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের সূএ ধরে ২৫ই জুলাই মোঙ্গলবার রাত সাড়ে দশটায় শহরের টেংগাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। রোমন খান পাঠান টেংগাপাড়া এলাকার বাসিন্দা মো: গিয়াস উদ্দিন খান পাঠানের ছেলে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে,মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক নারায়ন সরকার বলেন, রোমন খান পাঠান দীর্ঘ দিন যাবৎ এই এলাকা সহ শহরের অন্যান্য এলাকায় ইয়াবা সহ সকল ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২৫ শে জুলাই দুপুর দেড়টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ