১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

সংলাপ না হলে আন্দোলনের জন্য প্রস্তুত বিএনপি : দুদু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যার শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন বিএনপির প্রথম পছন্দ আলোচনা আর দ্বিতীয় পছন্দ আন্দোলন বা সংগ্রাম। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে এক মানববন্ধনে এ কথা বলেন।  তিনি  বলেন আমরা বলে দিতে চাই, বর্তমান সরকার যদি আলোচনা না করে বিরোধী দলের ওপরে নির্যাতন-হত্যা-গুম অব্যাহত রাখে তাহলে বিরোধী দল হিসেবে আমাদের তীব্র আন্দোলনের পথই বেছে নিতে হবে, এর কোনো বিকল্প থাকবে না।’

শামসুজ্জামান দুদু চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা দলের চেয়ারপারসন সম্পর্কে ক্ষমতাসীনদের বক্তব্যের সমালোচনা করে  বলেন, ‘চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গেছেন দেশনেত্রী। অথচ তাকে নিয়ে চালানো হচ্ছে নানা ধরনের অপপ্রচার। লন্ডনে বিএনপি নেত্রীর সফর হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, স্বৈরাচার পতনের জন্যে, ফ্যাসিবাদ পতনের জন্য।’
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ