১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

সৌদি এয়ারলাইন্সের বিমানে আগুন, ৩১৬ হজযাত্রী নিরাপদে

নিজস্ব প্রতিবেদক:

সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট এসভি-৮১১ ছেড়ে যাওয়ার সময় পেছনের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানা গেছে। এতে ফ্লাইট বিলম্বিত হলেও হজযাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১৬ জন হজযাত্রী নিয়ে উড্ডয়নের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক হজ ক্যাম্পের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত বলেন, ‘আমি কিছুক্ষণ আগে এই খবর শুনলাম। পরে যান্ত্রিক ত্রুটি ঠিক করে উড়োজাহাজটি ছেড়ে গেছে। তবে হজযাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

খোঁজ নিয়ে জানা গেছে, উড়োজাহাজটি বেলা ১১টা ১৫ মিনিটে রানওয়ের দিকে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী। তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান। শিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও আগুনের ঘটনার কারণে ফ্লাইটটি দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৪:৫১ অপরাহ্ণ