স্পোর্টস ডেস্ক:
অলিম্পিক কিংবদন্তি মাইকেল ফেলপস ডিসকভারি চ্যানেল আয়োজিত হাঙ্গর সপ্তাহের উৎসবে সাঁতারে হেরে গেছেন একটি গ্রেট হোয়াইট হাঙ্গরের বিরুদ্ধে। মার্কিন কিংবদন্তি হাঙ্গরের কাছে দুই সেকেন্ডের ব্যবধানে হার মানেন । মুক্ত জলরাশিতে ফেলপস এবং গ্রেট হোয়াইট হাঙ্গরের ১০০ মিটারের সাঁতার হয়। কিন্তু ঠিক সময় শুরু হতে পারেনি।
এদিন অলিম্পিকে ২৮টি সোনার পদক জেতা ফেলপস কিন্তু পারেননি কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে । পারাটা ছিল কঠিনও বটে। এই হাঙ্গর যে সাঁতার কাটতে পারে প্রতি ঘণ্টায় ২৫ মাইল। ৩০ জুলাই ‘মাইকেল ফেলপসের সঙ্গে হাঙ্গরের স্কুলে’ শিরোনামের একটি প্রদর্শনীতে ফেলপসকে দেখা যাবে । ফেলপস-হাঙ্গর সাঁতারের পর দর্শকরা এখন হয়তো উসাইন বোল্ট বনাম চিতার দৌড় দেখার অপেক্ষায় থাকবে ।
দৈনিকদেশজনতা/ আই সি