নিজস্ব প্রতিবেদক:
শিক্ষক নিয়োগে যথাযথ শর্ত পূরণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আদালতে তোফায়েল আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী এমকে রহমান। অ্যনদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর আনোয়ার ও ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত বছরের ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দু’জন প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ যোগ্যতা চাওয়া হয়। এরপর গত বছরের ২৯ ডিসেম্বর ৫ জনকে নিয়োগ দেয় দর্শন বিভাগ। কিন্তু নিয়োগপ্রাপ্ত দু’জনের মধ্যে খন্দকার তোফায়েল আহমেদের জিপিএ ছিল ৩.১৯ পয়েন্ট। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ শর্ত পূরণ না করে তোফায়েলকে নিয়োগ দেওয়ায় হাইকোর্টে রিট করেন ওই শিক্ষক পদে আরেক আবেদনকারী এইচএম মিরাজ সৌরভ।
ওই রিট আবেদনের শুনানি নিয়ে গত ৩০ জানুয়ারি নিয়োগের সব শর্ত পূরণ না করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ