১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

ইউএনওকে হেনস্থা: বরিশালের সেই বিচারককে প্রত্যাহারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের চিফ মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হোসাইনকে প্রত্যাহারের জন্য সুপ্রিমকোর্টে প্রস্তাব পাঠানো হয়ছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রস্তাব সুপ্রিমকোর্টে পাঠায়। মন্ত্রণালয়ের ওই প্রস্তাব সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিতে উপস্থাপন করা হবে। জিএ কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পেলেই সংশ্লিষ্ট বিচারককে ওই আদালত থেকে প্রত্যাহার করে নিতে পারবে মন্ত্রণালয়।
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মামলার আদালতের বিচারক ছিলেন মো. আলী হোসাইন। সমন পেয়ে ওই আদালতে হাজির হলে ইউএনও তারিক সালমানকে প্রথমে জামিন না মঞ্জুর করে দুই ঘণ্টা পর জামিন মঞ্জুরের অভিযোগ ওঠে। কিন্তু সিএমএম আলী হোসাইন এই অভিযোগ অস্বীকার করে সুপ্রিম কোর্টের কাছে লিখিত ব্যাখ্যা দেন। ওই ব্যাখ্যায় তিনি বলেন, সেদিন জামিন না মঞ্জুরের কোনো ঘটনা ঘটে নি। এই অবস্থায় সংশ্লিষ্ট সিএমএমকে প্রত্যাহারের জন্য প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৩:১৮ অপরাহ্ণ