১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

বুধবার অনুশীলনে ফিরছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

পিঠের ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। এমআরআই স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি তার। তাই দুইদিনের বিশ্রাম শেষে বুধবার থেকে আবার জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে ফিরবেন বলে আশা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্রামে থাকলেও মঙ্গলবার সকালেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন মাহমুদউল্লাহ। এসেই দেখা করেন ফিজিও বায়েজিদের সঙ্গে। বিসিবির সহকারী চিকিৎসক মুনিরুল আমিন হাওলাদারের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর সাংবাদিকদের কথা প্রসঙ্গে মাহমুদউল্লাহ নিজেই জানান, ‘আশা করি কাল থেকে সাইক্লিং শুরু করবো। গত দুদিনের চেয়ে এখন অবস্থা ভালো।’

উল্লেখ্য, সোমবার সকালে মিরপুরের জিমনেশিয়ামে জিম সেশনে ওয়েট লিফটিংয়ের সময় পিঠের নিচের দিকে ব্যথা পান মাহমুদউল্লাহ। এরপর হাসপাতালে নিতে হয় তাকে। সেখানে এমআরআই স্ক্যান রিপোর্টে গুরুত্বর কিছু ধরা না পড়লেও দুই দিনের বিশ্রাম দেওয়া হয় তাকে। সতর্কর্তামূলক ব্যবস্থা হিসেবে। বিশ্রাম শেষে বুধবার থেকেই অনুশীলন শুরু করবেন সাইলেন্ট কিলারখ্যাত এ ব্যাটসম্যান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ