১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

হজযাত্রীদের পাসপোর্টে বাড়ির ঠিকানা যুক্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে  বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পাসপোর্টে মোয়াল্লেম নম্বর ও বাড়ির ঠিকানা সংবলিত স্টিকার যুক্ত করতে হবে । ধর্ম মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক নোটিশে সিনিয়র সহকারী সচিব (হজ-১) এ নির্দেশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘সৌদি সরকারের চাহিদা অনুযায়ী হজযাত্রীদের পাসপোর্টে  থাকতে হবে বাড়ি নম্বর ও মোয়াল্লেম নম্বর সম্বলিত স্টিকার । যেসব এজেন্সি ইতোমধ্যে হজ অফিস, ঢাকা হতে ডিও গ্রহণ করে হজযাত্রীর অনুকূলে ভিসা পেয়েছে তাদেরকে অনুরোধ করা হয়েছে বাড়ি নম্বর ও মোয়াল্লেম নম্বর সম্বলিত স্টিকার পাসপোর্টের পেছনে লাগিয়ে ইমিগ্রেশন করতে ।’

নোটিশে আরো বলা হয়েছে, ‘যারা এখনও ডিও গ্রহণ করেনি সেসব এজেন্সিকে ঢাকাস্থ হজ অফিসে ডিও এর জন্য আবেদনের সময় আবশ্যিকভাবে পাসপোর্টের পেছনে বাড়ি নম্বর ও মোয়াল্লেম নম্বর সংযোজনের অনুরোধ করা হলো।’

জেদ্দা বিমানবন্দরে নেমে হজযাত্রীরা যাতে কোনো জটিলতা ছাড়া দ্রুত ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারেন সে জন্য প্রতিটি হজ এজেন্সিকে পরামর্শ দেয়া হয় পাসপোর্টের পেছনে হজযাত্রীর মোয়াল্লেম নম্বর ও বাড়ির ঠিকানার স্টিকার সাঁটিয়ে নিতে ।

জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় এ নির্দেশ জারি করে বেসরকারি হজযাত্রীরা তাদের পাসপোর্টে বাড়ির নম্বর ও মোয়াল্লেম নম্বর সংযুক্ত করে আসলে তাদের ইমিগ্রেশনের কাজ দ্রুত শেষ করে বাসযোগে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে দিতে সুবিধা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ