১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরে জাহাজের ডেক থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার খোরশেদ আলম (৬২) এবং নোয়াখালী জেলার মো. আতিক (৫০)।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে এমভি লতিকা জাহাজ থেকে সোমবার রাতে মালামাল খালাস করছিলেন শ্রমিকরা। কোনো এক সময় খোরশেদ আলম ও আতিক ডেক থেকে পড়ে যায়। রাত থেকে খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে তাদের লাশ পাওয়া যায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ