১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

জাতীয় পুরস্কার গ্রহণ করে আপ্লুত জয়া

নিজস্ব প্রতিবেদক:

‘জিরো ডিগ্রি’তে অভিনয়ের জন্য জয়া আহসান সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন সোমবার। এই নিয়ে তিনবার এ স্বীকৃতি পেলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেন নন্দিত এ অভিনেত্রী। তিনবার জাতীয় স্বীকৃতি পেয়ে দারুণ আপ্লুত ঢাকা-কলকাতার জনপ্রিয় এ তারকা জয়া। সে মুহূর্তের অনুভূতি জানালেন ফেসবুকে।

জয়া বলেন, ‘একটি মাত্রই কাজ শেখার চেষ্টা করেছি আজীবন; অভিনয়। সে কাজের জন্য তৃতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা আমাকে আজ বিস্মিত করেছে। বার বারই ভাবছি, আমি কি পারব এই পুরস্কারের ভার বয়ে নিয়ে যেতে? এতটা যোগ্য কি আমি? তবে আজ আমি গর্বিত, আমার পৃথিবী আমার মাকে, আমার পরিবারকে গর্বিত করতে পেরে। মায়ের হাসির রেখা আমার জীবনের সেরা সম্পদ।’

প্রধানমন্ত্রী বক্তব্যে উল্লেখ করেছিলেন— জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ভারতের রাজ্য সরকারের সম্মানজনক আরেকটি পুরস্কারের আসরে হাজির হননি জয়া। তিনি বলেন, ‘এ বিষয়টিকে প্রিয় প্রধানমন্ত্রী মনে করে তার বক্তব্যে উল্লেখ করে আমাকে নতুন করে বিস্মিত করেছে। আমি কৃতজ্ঞ।’

সাংবাদিকদের বরাবরের মতো পাশে থাকবার জন্য আহ্বান জানান এ অভিনেত্রী। ধন্যবাদ জানান ‘জিরো ডিগ্রি’ টিমকে। এ প্রসঙ্গে বলেন, ‘প্রযোজক ও সহ-অভিনেতা মাহফুজ আহমেদ, পরিচালক অনিমেষ আইচ ছিলেন বলেই হয়তো দর্শককে শেষ পর্যন্ত হতাশ করিনি।’

সবশেষে বলেন, ‘আমার সবকিছুর বিন্দু থেকে বৃত্ত কিন্তু আমার প্রিয় দর্শকরা। এতটা অকৃত্রিম ভালোবাসার লোভে পড়েই কিন্তু আমরা শিল্পীরা আমাদের সবটুকু উজাড় করে দিতে চাই আমাদের কাজের মাঝে।’ এর আগে গেরিলা ও চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান জয়া আহসান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১:০২ অপরাহ্ণ