১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করল চীনা যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুটি যুদ্ধবিমান। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস সোমবার একথা জানিয়েছেন। পেন্টাগন মুখপাত্র বলেন, পূর্ব চীন সাগর ও পীত সাগরের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় রোববার এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দুটি চীনা যুদ্ধবিমানের একটি মার্কিন নৌবাহিনীর বিমানটির নিচ দিয়ে উড়তে থাকে এবং গতি কমিয়ে সামনে এসে গতিরোধের চেষ্টা করে। এসময় সংঘর্ষ এড়াতে মার্কিন বিমানের ক্রু-কে কৌশলী পদক্ষেপ নিতে হয়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দাবি করে, চীনা যুদ্ধবিমান কর্তৃক গতিরোধ হওয়ার আগ পর্যন্ত ‘আন্তর্জাতিক আইন মেনে রুটিন মিশন পরিচালনা’ করছিল ওই বিমানটি। পেন্টাগন মুখপাত্র বলেন, ‘আন্তর্জাতিক আকাশসীমায় প্রায়শই এ ধরনের গতিরোধের ঘটনা ঘটছে। এটি চীনা সামরিক বাহিনীর স্বাভাবিক নিরাপদ আচরণ বহির্ভূত ঘটনা।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ