নিজস্ব প্রতিবেদক:
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আজীবন সম্মাননা নিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে নিজের অনুভূতিও ব্যক্ত করেন এ নায়িকা। তার বক্তব্যে ওঠে আসে বাংলাদেশি চলচ্চিত্রের সাম্প্রতিক চিত্র।
শাবানা বলেন, ‘একটা কথা না বললেই নয়— আমাদের চলচ্চিত্র আজ সংকটের মুখে। সকলের আন্তরিকতায় যৌথ সহযোগিতায় এর সমাধান হতে পারে। আমার ভাবতে অবাক লাগে আমাদের দেশে প্রযুক্তির নামে সাধারণ মানের প্রজেক্টর দিয়ে সিনেমা দেখানো হচ্ছে। আর এই প্রজেকশন বিজনেস তা যদি মনোপলি সিস্টেমে একজন শিল্পকে জিম্মি করে রাখে। তাহলে অবশ্যই ভাবনার বিষয়। কারণ যে কোনো ব্যবসায় স্বাধীন ক্ষেত্রটি থাকা জরুরি।’
পরে আশাবাদ ব্যক্ত করে শাবানা বলেন, ‘এ কথা সত্য যে কোনো সংকটের মধ্যে লুকিয়ে থাকে সমাধান। যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন তখন কোনো সংকটই থাকতে পারে না এটা আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এফডিসিকে আধুনিকায়ন করা হয়েছে।’
এ সময়ের চলচ্চিত্র কর্মীদের উদ্দেশ্যে শাবানা বলেন, ‘নতুন যারা আসছেন সিনেমা করছেন, সিনেমাতে পড়ছেন সিনেমাতে কোটি কোটি টাকা লগ্নি করছেন তাদেরকে আমার অভিজ্ঞতায় এ কথা বলতে পারি— সামনে এগিয়ে যেতে হবে। তবে যারা অভিজ্ঞ আছেন তাদের অবজ্ঞা করে নয়, তাদের প্রাপ্ত সঞ্চিত অভিজ্ঞতাটুকু আপনাদের পথ প্রদর্শন করবে।’
মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শাবানা। তার প্রেক্ষিতে পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার্থে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। বক্তব্যে সে অভিজ্ঞতা জানাতে গিয়ে কেঁদেও ফেললেন শাবানা।
দৈনিক দেশজনতা /এমএইচ