১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ভালো চোখ নিয়ে আটক, এখন নষ্টের পথে

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ কাস্টডিতে রাতে নিজে স্বামীর সঙ্গে কথা বলে এলাম। সকালে নাকি তাকে রক্তাক্ত অবস্থায় থানার বাইরে থেকে উদ্ধার করেছে পুলিশ। এটা কিভাবে সম্ভব? টাকা চেয়েছিল, দিতে পারিনি। এজন্য আমার স্বামীর চোখই নষ্ট করে দিল ওরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্বামী শাহ জামালের শয্যাপাশে বসে এভাবেই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন রাহেলা বেগম।

ঘটনাটি খুলনার খালিশপুর থানার। পরিবারের দাবি, শাহ জামাল গত ১৮ জুলাই রাতে বাচ্চার দুধ কেনার জন্য বাইরে গেলে খালিশপুর থানার পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্ত্রী রাহেলার দাবি, খবর পেয়ে আমি নিজে থানায় ছুটে গেছি। স্বামীর সঙ্গে পুলিশ কাস্টডিতে কথা বলে এসেছি। তবে পুলিশের দাবি, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন শাহ জামাল। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

শাহ জামালের স্ত্রী রাহেলা বেগম সাংবাদিকদের জানান, ঘটনার রাতে (১৮ জুলাই) তার স্বামী বাচ্চার দুধ কেনার জন্য এক হাজার টাকা নিয়ে বের হন। রাত নয়টার দিকে খবর পান খালিশপুর থানার দারোগা মামুন ও রাসেল তাকে ধরে নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে গিয়ে তাকে আমি থানার হাজতে দেখি। তখন তাকে সুস্থ পেয়েছি। শুধু হাতের কনুইতে একটু আঘাত ছিল। পুলিশ অন্যায়ভাবে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে এসেছে বলে জানায়।

রাহেলা বলেন, ‘শাহ জামালের সঙ্গে রাতে দেখা করে খাবার দিয়ে আসি। সে রাতের খাবারও খেয়েছে। তখনো তাকে আমি রক্তাক্ত পাইনি।’ তিনি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে পুলিশ শাহ জালালকে নিয়ে বের হবে বলেছিল। কেন বের হবে, কোথায় নিয়ে যাবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ আমাকে ধমক দিয়ে বলে কোথায় যাব তোর কাছে বলতে হবে নাকি। কিছুক্ষণ পরে জানতে পারি হাসপাতালে নিয়ে যাচ্ছে তাকে চিকিৎসার জন্য। তারপর আর কোনো খবরাখবর পাইনি। পরদিন সকাল পর্যন্ত পুলিশ শাহ জামালকে থানায় না নিয়ে আসায় খোঁজ নিয়ে জানতে পারি আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি আছে।’

হাসপাতালে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন রাহেলা বেগম। এরপর তিনি জানতে পারেন, স্বামীর নামে ছিনতাই মামলা দেওয়া হয়েছে। ছিনতাই করার সময় মানুষ নাকি তার চোখ নষ্ট করে দিয়েছে।

পুলিশের হাতে আটক মানুষ কিভাবে ছিনতাই করতে গেল, প্রশ্ন রাখেন স্ত্রী। তিনি দাবি করেন, আটকের পর পুলিশ এক লাখ টাকা দাবি করেছিল। আমাদের অত টাকা নেই, দিতে পারিনি। এজন্য ওরা (পুলিশ) আমার স্বামীকে সারা জীবনের জন্য অন্ধ করে দিল। রাহেলা বলেন, ‘আমার স্বামী যদি সত্যিই কোনো অপরাধ করে থাকে, তার বিচার হতো। কিন্তু চোখ নষ্ট করে এ কেমন বিচার আমাকে উপহার দেওয়া হলো?’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আমার স্বামীর চোখ ফেরত চাই। এই কাজ যারা করেছে, তাদের বিচার চাই।’

শাহ জামালের বাবা জাকির হোসেন বলেন, ‘পুলিশ বলছে শাহ জামাল ছিনতাই করতে গিয়ে মার খেয়ে চোখ হারিয়েছে। অথচ আমরা ছেলে ভ্রাম্যমাণ দোকানদারি করে। দিনেরটা দিনে এনে সংসার চালায়। সে ছিনতাইয়ের সঙ্গে জড়িত, এটা আমি বিশ্বাস করতে পারছি না। বাবা হয়ে কিছুই করতে পারব না ছেলের জন্য!’

তিনি বলেন, ‘এখন শুনছি তার নামে আরো কয়েকটা মামলা রয়েছে। আসলে জানি না কী ঘটতে যাচ্ছে। তার বিরুদ্ধে যদি আরো মামলা থাকে, তাহলে পুলিশ এতদিন কেন তাকে আটক করল না।’ জাকির হোসেন জানান, শাহ জামালের বিরুদ্ধে গ্রামের বাড়িতে অনেক আগে একটি মামলা হয়েছিল। সেটা এখনো নিষ্পত্তি হয়নি।

শাহ জামালের মা রেনু বেগম বলেন, ‘আমার ছেলে নির্দোষ। খালিশপুর থানাকে আমরা টাকা দিতে পারিনি। এজন্য নির্মমভাবে পিটিয়ে দুটো চোখ নষ্ট করে দিয়েছে। পুলিশ এতটা নির্দয় কিভাবে হয়? জীবন্ত মানুষের চোখ তুলে ফেলতে তাদের একটুও বিবেকে বাধল না।’ চিকিৎসাধীন শাহ জামাল জানান, ‘ধরে নিয়ে পুলিশ এক লাখ টাকা দাবি করে। দিতে না পারায় আমার চোখ নষ্ট করে দিয়েছে।’

এ বিষয়ে খুলনার খালিশপুর থানার ওসি নাসিম খান বলেন, ‘খালিশপুরের গোয়ালখালিতে এক নারীর ব্যাগ ছিনতাইকালে জনতা শাহ জামালকে গণপিটুনি দেয়। খবর পেয়ে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, পিটুনিতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তবে তিনি বলেন, ‘শাহ জামাল একজন পেশাদার ছিনতাইকারী। তার নামে ধর্ষণ, মাদক ব্যবসা, খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে কাউখালি থানায় তিনটি, সদর থানায় দুটি, ডুমুরিয়া, সোনাডাঙ্গা থানা ও খালিশপুর থানায় একটি করে মামলা রয়েছে।’ ওসি বলেন, ‘পরিবার শাহ জামালকে ভালো ছেলে দাবি করছে। তাহলে তারা প্রমাণ করুক, ভালো ছেলের বিরুদ্ধে এত মামলা কেন?’

চিকিৎসকের বরাত দিয়ে স্ত্রী রাহেলা বেগম শাহ জালালের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার চিকিৎসকরা তার স্বামীকে দেখেছেন। তার চোখের অবস্থা ভালো না। বোর্ড গঠন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ