১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

সড়কে কোমর পানি, যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান

নিজস্ব প্রতিবেদক:

ভারি বর্ষণে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বান্দরবান- চট্টগ্রাম ও বান্দরবান-রাঙামাটি সড়ক কোমর পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার সকালে চকরিয়া-লামা সড়কের মিরিজ্ঞা এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়ায় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবান-থানছি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে যানবাহন মালিক সমিতি।

বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনী, দমকল বাহিনীসহ স্থানীয় লোকজন সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া রুমা সড়কের পাহাড় ধসে পড়া অংশে মাটি সরাতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ কাজ করছে। ভারি বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, ওয়াই জংশন এলাকায় তৃতীয় দিনের মতো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে ভাগ হয়ে সেনাবাহিনী, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। ভারি বর্ষণ ও পাহাড়ি ঝিরিতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বান্দরবান রিজিয়নের কর্মকর্তা (জিএসটু) মেজর আবু সাইদ মো. মেহেদী হাসান জানান, পাহাড় ধসের পর পরই সেনা সদস্যরা উদ্ধার তৎপরতায় নেমে পড়ে। নিখোঁজদের উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করছে সদস্যরা। এক্সাবেটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ৩০ জনের অধিক সেনা সদস্য উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রয়োজনে সেখানে সদস্য সংখ্যা আরো বাড়ানো হবে। এদিকে সেনাবাহিনীর পাশাপাশি দমকল বাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়থ গ্রুপ, পুলিশ, মাইক্রো-জিপ শ্রমিক ইউনিয়নের সদস্য ও স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

রোববার সকালে রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়লে কমপক্ষে ৫ জন নিখোঁজ হয়। ওই স্থান থেকে এক নারীর লাশ উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রুমা উপজেলার স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়া, উপজেলা পোস্ট মাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংকের কর্মকর্তা গৌতম নন্দি ও রুমার মংশৈ প্রু কারবারীর মেয়ে সিমোচিং মারমা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১:১২ অপরাহ্ণ