১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

এডিসনের সেলফি স্পেশালিস্ট ফোন Helio S10

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

এডিসনের Helio S10 সেলফি স্পেশালিস্ট ফোনটি খুবই প্রিমিয়াম বিল্ট এবং স্লিম। সুন্দর ও প্রাণবন্ত সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। ফলে রাতেও ভালো সেলফি তোলা যায়। এ ছাড়া ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দিয়েও তোলা যাবে অসাধারণ সব ছবি। স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল, যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। এতে করে ফোনটির স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে বহু গুণে। ৪০১০ মিলি অ্যাম্পিয়ার এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দেবে লম্বা সময়ের ব্যাটারি ব্যাকআপ সুবিধা। ৫.৫ ইঞ্চি বড় এবং কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ ডি গ্লাসের ডিসপ্লের সাথে গ্লাস প্রটেকশনের জন্য ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ৪ জিবি র‌্যাম এবং ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর দিচ্ছে ফাস্টার স্মার্টফোন এক্সপেরিয়েন্স। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে। ৪ জিবি র্যাম থাকার কারণে গেম খেলা বা মুভি দেখা নিয়ে কোন ধরনের ঝামেলা পোহাতে হবে না। আর ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ এ রাখা যাবে অনেক বেশি গান, ছবি এবং মুভি। এ ছাড়া মজার ব্যাপার হলো ফোনটিতে আরেকটি সুবিধা রয়েছে, যা দিয়ে স্মার্ট টিভি, এসি কন্ট্রোল করা যাবে। -বিজ্ঞপ্তি

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ