নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের রোগী বহনকারি এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় রোগী ও স্বজনরা চরমভাবে ভোগান্তিতে পড়েছে।
স্বাস্থ্য-কমপ্লেক্সেটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আওরঙ্গজেব জানান, তেলের অভাবে হাসপাতালের এ্যাম্বুলেন্স প্রায় দুই মাস বন্ধ রয়েছে। স্থানীয় তেলপাম্প থেকে ৩ সাড়ে তিন লাখ টাকার তেল বাকিতে নিয়ে চালানো হয়েছে। এ বাকি টাকা না দেয়া পর্যন্ত এ্যাম্বুলেন্স চালানো বন্ধ থাকবে। এ দিকে দেশের মডেল মা ও প্রসূতি সেবাই পরপর ১১ বার জাতীয় পুরস্কার প্রাপ্ত উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সেটির এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় রোগীর লোকজন সিমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলার আড়ারদহ গ্রামের ভূক্তভোগী ইব্রাহিম হোসেন জানান, আমার মা হাসিনা বেগম (৪৫) হঠাৎ করে বাড়ীতে অসুস্থ্য হয়ে পড়লে ভ্যানযোগে চৌগাছা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানকার চিকিৎসক আমার মায়ের অবস্থার অবনতি দেখে যশোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। আমি আমার মাকে সদরে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স গাড়ীটি দিতে বললে কর্মকর্তরা বলেন, এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রয়েছে। আমি কারণ জানতে চাইলে তারা বলেন তেল নেই বলে এই সার্ভিস বন্ধ। এমনিভাবে প্রতি দিন গর্ভবতী মা-শিশু ও জরুরি রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা বেগম জানান, ‘এ্যাম্বুলেন্সটি চালু করতে ও বকেয়া টাকার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন প্রেরণ করেছি। আমি আশা করছি খুব শিগগিরিই এ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।
দৈনিকদেশজনতা/এন এইচ