২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৪

রাজধানীর গণপরিবহন ঢেলে সাজানো হবে: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা নগরীতে চলাচলরত গণপরিবহন খাতকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।সোমবার দুপুরে রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে আয়োজিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সভায় অংশ নিয়ে মেয়র এ কথা বলেন।

মেয়র আনিসুল হক জানান, গত ৩১ মে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর সিটি করপোরেশনকে ঢাকার গণপরিবহন খাত ঢেলে সাজানোর দায়িত্ব দিয়েছেন।

মেয়র আরো বলেন, ধারাবাহিকভাবে ঢাকায় চলাচলরত গণপরিবহনকে পাঁচ-ছয়টি কোম্পানিতে রূপান্তর করে নতুন আরো চার হাজার উন্নতমানের বাস সংযোজন করা হবে। পরিবহন খাত ঢেলে সাজানো হলেও মালিকানার পরিবর্তন করা হবে না বলেও জানান আনিসুল হক।

তিনি বলেন, ‘এই শহরের বাস পরিচালনার ক্ষেত্রে আমরা একটি শৃঙ্খলা আনতে চাই। আমরা আনতে চাই যে, রাস্তায় মারামারি হবে না, রাস্তায় কম্পিটিশন হবে না, বাসের লেন হবে, বাসের টার্মিনাল হবে। আমরা পাঁচ-ছয়টি কোম্পানিতে এটাকে পরিণত করতে চাই। হাজার হাজার কোম্পানি না, কিন্তু সবাই থাকবেন। আমরা সেভাবে কোনো রুট না নষ্ট করে ছটি বা সাতটি রুট, মেজর রুট করতে চাই। যেমন লাল বাস চলবে কোনো রুটে, নীল বাস চলবে কোনো রুটে, সাদা বাস চলবে কোনো রুটে।’

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ৭:৪৫ অপরাহ্ণ