২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

বরিশাল-বরগুনাসহ ৪ জেলায় নতুন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে দক্ষিণাঞ্চলীয় এই দুই জেলায় সোমবার নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. এম. মোজাম্মেল হক খান জানান, এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল ও বরগুনার নতুন জেলা প্রশাসক হয়েছেন যথাক্রমে হাবিবুর রহমান এবং মো. মোখলেসুর রহমান।

এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছিলেন হাবিবুর রহমান।

অন্যদিকে, মো. মোখলেসুর রহমান পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

এতে আরও বলা হয়, বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদ্বয়, যথাক্রমে- গাজী এম. সাইফুজ্জামান এবং বশিরুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, সরকার আজ হবিগঞ্জ ও লালমনিরহাটে নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে। এলজিআরডি মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিউর আরিফকে লালমনিরহাটের জেলা প্রশাসক এবং মনীষ চাকমাকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ৯:১১ অপরাহ্ণ