নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সংলগ্ন সীমান্তে গরু পাচার কঠোর হাতে রোধ করছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানায়, গত ৫ দিনে পাচারের উদ্দেশ্যে আসা ২৭৬টি গরু আটক করেছে বিএসএফ। অবশ্য চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মতে, অভিযানকালেই চোরাকারবারিরা জঙ্গলে পালিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন টুকা, নয়াবাজার, লিঙ্গহাট’এ গরু পাচারের পরিকল্পনা নস্যাৎ করে দেয় বিএসএফ। এছাড়া, দক্ষিণ-পূর্ব গারো পাহাড়ের গোপিনাথকেল্লা গ্রাম এবং ডুমকাপাল গ্রামের কাছ থেকে চোরাচালানের উদ্দেশ্যে আনা গরু আটক করা হয়।
বিএসএফ’র বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানায়, চোরাচালানকারীরা কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা করছিল। এছাড়া যেসব স্থানে কাঁটাতারের প্রাচীর নেই সেখান থেকেও পাচারকারীদের আনা গরু জব্দ করা হয়।
ভারত-বাংলাদেশ সংলগ্ন মেঘালয় সীমান্তের বেশ কিছু এলাকায় এখনও কোনো সীমান্ত প্রাচীর নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি গরু পাচাররোধে শক্ত অবস্থান নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শীর্ষপর্যায়ের দ্বীপাক্ষিক বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়।
বিএসএফ’র বিবৃতিতে বলা হয়, দু’দেশের সীমান্তের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সীমান্তের অরক্ষিত স্থান চিহ্নিত করে কাঁটাতারের প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলেও জানায় বিএসএফ। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তারক্ষীদের সংখ্যা বৃদ্ধিসহ আধুনিক প্রযুক্তিও যুক্ত করা হচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ