২৫শে জানুয়ারি, ২০২৬ ইং | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৩৮

পারমাণবিক জ্বালানির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একটি ডুবোরোবট সক্ষম হয়েছে জমে থাকা গলিত পারমানবিক জ্বালানির ছবি ধারণ করতে। রোবটটির নিয়ন্ত্রণকারী টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে।

‘লিটল সানফিস’ নামের একটি ডুবোরোবটের তোলা প্রথম ছবি শুক্রবারে টেপকো প্রকাশ করে। তৃতীয় ইউনিট চুল্লীর তলদেশে পাথরের মত প্রচুর পরিমানে শক্ত লাভার স্তর জমাটবদ্ধ হয়ে আছে । এসব জমাটবদ্ধ পারমানবিক জ্বালানী সনাক্তকরণে টেপকো বড় ধরণের সাফল্য হিসেবে দেখছে ।

বিদ্যুৎ কেন্দ্রটিতে ২০১১ সালে সৃষ্টি সুনামি আঘাত হানে। চেরনোবিলের পরে এটি ছিল সবচেয়ে গুরুতর পারমাণবিক দুর্ঘটনা। এর ফলে প্রায় ২ লাখ মানুষকে এ এলাকা থেকে সরিয়ে নেয়া হয় মারাত্মক পারমানবিক দূষণের আশঙ্কায় । বিধ্বস্ত চুল্লি থেকে এখনও রেডিয়েশন ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে যার কারণে রোবটের মাধ্যমে পারমানবিক জ্বালানির শনাক্তকরণের কাজ চলছে ক্ষতিগ্রস্থ অংশে  এবং তা পরিস্কার করা হচ্ছে। ৬ বছর আগে ভয়াবহ সুনামির ঘটনায় সাড়ে ১৮ হাজার মানুষ মারা গেলেও এতে সরাসরি ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের কোন সংশ্লিষ্টতা ছিল না। তবে অবহেলার কারণে অভিযুক্ত ৩ টেপকো কর্মকর্তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। বিদ্যুৎ কেন্দ্রের নিকটস্থলে আহত ৪০ বাসিন্দা পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিহত হবার অভিযোগ আনা হয়েছে ।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ