২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

বর্ণবাদ বিষয়টিকে ফিফা এবং ইউয়েফা গুরুত্বের সঙ্গে নেয় না: মুনতারি

নিজস্ব প্রতিবেদক:

ফুটবল থেকে বর্ণবাদমূলক আচরণ দূর করতে ফিফা এবং ইউয়েফা আন্তরিক নয় বলে মনে করেন সালি মুনতারি। ইতালিয়ান সিরি আ’য় ঘানার এ মিডফিল্ডার কয়েকদিন আগে বর্ণবাদী আচরণের শিকার হন। গ্যালারি থেকে তার গায়ের রঙ নিয়ে বর্ণবাদী মন্তব্য করে দর্শকরা। বিষয়টি তিনি রেফারিকে জানান। এবং খেলা বন্ধ করে ওই সমর্থকদের দিকে নজর দিতে বলেন। কিন্তু রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুনতারি। তিনি এবার মাঠ থেকে বের হয়ে দর্শকদের সামনে গিয়ে নিজের শরীরের দিকে ইঙ্গিত করে বলেন, ‘হ্যা, এটাই আমার শরীরের চামড়ার রঙ’। মাঠের বাইরে যাওয়ার অপরাধে এবার তাকে লালকার্ড দেখান রেফারি। এরপর ইতালিয়ান সিরি আ’র ডিসিপ্লিনারি কমিটি তাকে এক ম্যাচরে জন্য নিষিদ্ধ করে। তবে শেষ পর্যন্ত তারা মুনতারির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউরোপিয়ান ফুটবলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা প্রায়ই বর্ণবাদী আচরণের শিকার হন। জঘন্য এ বিষয়টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সালি মুনতারি। আর ফুটবল থেকে বর্ণবাদী আচরণ দূর করার জন্য বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা ও ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ইউয়েফা আন্তরিক নয় বলে মন্তব্য করলেন তিনি। বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী মুনতারি বলেন, ‘বর্ণবাদ বিষয়টিকে ফিফা এবং ইউয়েফা গুরুত্বের সঙ্গে নেয় না। তারা শুধু নিজেদের বিষয় নিয়েই যতশীল। তারা যদি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতো তাহলে এটা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু এ ব্যাপারে তারা কিছুই বলে না।’ তবে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বর্ণবাদমূলক আচরণ বন্ধের জন্য কাজ করবেন বলে তিনি আশাবাদী। মুনতারি বলেন, ‘আশা করছি, নতুন প্রেসিডেন্ট ইনফান্তিনো এ বিষয়ে কিছু করবেন। তিনি অন্য ধরনের একজন মানুষ। আমার মনে হয়, তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন এবং সফল হবেন।’

ভবিষ্যতে তারসঙ্গে বর্ণবাদী আচরণ করা হলে তিনি কী করবেন সেটা জানালেন। মুনতারি বলেন, ‘এখন আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে ভবিষ্যতে যদি তেমন আচরণ করা হয় তাহলে আমি ফের মাঠ থেকে বের হয়ে যাবো। আমি অন্যদের কাছে অনুরোধ করবো- অমন ঘটনার শিকার হলে তারাও যেন আমার মতো মাঠ থেকে বেরিয়ে আসে।’ বর্ণবাদী আচরণের প্রতিবাদ করায় কাউকে নিষিদ্ধ করাটা লজ্জাজনক বলে মনে করেন মুনতারি। বলেন, ‘আমি কঠিন এক পরিস্থিতির মধ্যে ছিলাম। আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। আমি মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ, মনে হচ্ছিল- বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পরও আমার মাঠে থাকা উচিৎ নয়।’
এম/এম
প্রকাশ :মে ৯, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ