১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

শাহরুখ আসলেই কি বিশ্বের দ্বিতীয় ধনী?

দেশজনতা বিনোদন ডেস্ক :
কিং খান, বলিউডের বাদশা যে নামেই ডাকা হোক না কেন শাহরুখ খান যে সত্যিই বাদশা, তা আবারও প্রমাণ হলো। কারণ ধনসম্পদের দিক থেকেও সত্যিকারের রাজা বাদশার থেকে তিনি কম কিছু নন।
২০১৪ সালের জরিপ সংস্থা ওয়েলথ এক্সের পরিচালিত বিশ্বের সেরা ধনী অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। সেই তালিকায় হলিউড-বলিউড মিলিয়ে বিশ্বের তাবৎ অভিনেতাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন কিং খান শাহরুখ।  ওয়েলথ এক্স বিশ্বের অন্যতম সেরা ওয়ার্থ এস্টিমেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান। দশ জনের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ভারতের আর কোনো অভিনেতার।  তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে কিং খান পেছনে ফেলেছেন টম ক্রুজ, জনি ডেপ এবং টম হ্যাঙ্কসের মত হলিউড আইকনদের। ওয়েলথ এক্সের জরিপ বলছে, শাহরুখ খানের সম্পত্তির মূল্য বর্তমানে ৬০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। শুধু অভিনেতা হিসেবেই নয় প্রযোজক এবং আইপিএল টুর্নামেন্টের অন্যতম টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবেও যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তিনি।তালিকার শীর্ষে আছেন মার্কিন কমেডিয়ান জেরি সেইনফেল্ড। তার সম্পত্তির মূল্য আনুমানিক ৮২ কোটি মার্কিন ডলার। শাহরুখের পরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪৮ কোটি মার্কিন ডলার। চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছেন জনি ডেপ এবং টাইলার পেরি। দুইজনেরই সম্পত্তির আনুমানিক মূল্য ৪৫ কোটি মার্কিন ডলার। অষ্টম স্থানে রয়েছেন অভিনেতা টম হ্যাঙ্কস। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯ কোটি মার্কিন ডলার।

দৈনিক দেশজনতা/এম জে

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৪:৪১ অপরাহ্ণ