১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৪১

বিদেশ কেন্দ্রে পাস ৯৪.২১%

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতটি বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন শিক্ষার্থী। বিদেশ কেন্দ্রে গত বছর পাসের হার ছিলো ৯৩ দশমিক ৫৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৫৩ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন। ১০ বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। ঢাকা বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৭৪ শতাংশ। বিদেশ কেন্দ্রে ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৪৪ জন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ