দৈনিক দেশজনতা ডেস্ক:
আফগানিস্তানের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কান্দাহার প্রদেশের কয়েকটি গ্রামে তালেবান জঙ্গিরা হামলা চালালে নিহত হয়েছেন অন্তত ৭ জন। তিনি দাবি করেন এ সময় গ্রামের অনেককে অপহরণ করা হয়েছে । ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গত সপ্তাহেও তালেবান জঙ্গিরা বহু গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে ৩০ জনকে পরে ছেড়ে দেয়। তবে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন। ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬শ’ বেসামরিক মানুষ । এই সংখ্যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে নতুন করে ।শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান মহাসড়কের পাশের গ্রামগুলো থেকে জঙ্গিরা অপহরণ করে ৭০ জন গ্রামবাসীকে। গ্রামবাসীদের প্রতি তালেবানের অভিযোগ, জঙ্গি দমনে গ্রামবাসীরা সরকারকে সহযোগিতা করছে।
দৈনিকদেশজনতা/ আই সি