১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

যশোর বোর্ডে ৪ কলেজে কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক:

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যশোর বোর্ডের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। চারটির মধ্যে দুটি মাগুরার এবং ঝিনাইদহ ও মেহেরপুরের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

পাসের হার শূন্য প্রতিষ্ঠানগুলো হল- মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ (৪ জন পরীক্ষার্থী) ও বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৬ জন পরীক্ষার্থী), মেহেরপুরের মড়কা জাগরণ কলেজ (২ জন পরীক্ষার্থী) ও ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজের (৩জন পরীক্ষার্থী)।

জানতে চাইলে বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস বলেন, গত বছর শূন্য শতাংশ পাসের হার একটি কলেজের পাঠদান অনুমোদন বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শূন্যভাগ পাসের হার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন এ কলেজ পরিদর্শক।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ