১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

ইসরাইলকে থামাতে ওআইসি প্রেসিডেন্টের আহবান

আন্তর্জাতিক ডেস্ক :

আল আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসন নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান কঠোর অবস্থান ব্যক্ত করেছেন । অরাগানাইজেশন অব ইসলাইমিক কনফারেন্স (ওআইস) এর প্রেসিডেন্ট হিসেবে তিনি বিশ্ববাসীর কাছে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছেন ।

শনিবার এক লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, আল আকসায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। খবর আনাদলু এজেন্সির। অবিলম্বে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, সেখানে মেটাল ডিটেক্টর বা অন্য কোনো বাধা থাকতে পারবে না। ইসরাইলের এই উস্কানির বিরুদ্ধে প্রত্যেকের উচিত প্রতিবাদ জানানো।

ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইল সরকার কর্তৃক আগ্রাসন থামাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত।’

লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, ‘ওআইসির প্রেসিডেন্ট হিসেবে অবিলম্বে ধর্মীয় কার্যক্রমে বাধা দান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি ইসরাইলি এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।’ এরদোগান বলেন, তুরস্ক সব ধরনের হিংস্রতার বিরুদ্ধে। আল আকসায় আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, গত বছর ওআইসির ১৩তম সম্মেলনে ওআইসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ওআইসির নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পর পর সম্মেলনে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে থাকেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ