১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০১

কুমিল্লা বোর্ডে ভয়াবহ ফল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমানে এ বছর সবচেয়ে খারাপ ফলাফল করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এই বোর্ড থেকে সর্বনিম্ন ৪৯ দশমিক ৫২ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৭৮ জন। গতবছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার ১৪ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী কম পাস করেছে।

বোর্ড থেকে এবার মোট ১ লাখ ৩৭২ জন পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন। এছাড়া বোর্ড থেকে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। ইংরেজিতেই ফেল করেছে ৩৮ শতাংশ শিক্ষার্থী। চলতি বছর এসএসসি পরীক্ষাতেও কুমিল্লা বোর্ডে ফলাফল বিপর্যয় ঘটে। এসএসসিতে এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ০৩ শতাংশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ