১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

বাগদাদিকে হত্যাচেষ্টা ভেস্তে দিয়েছিল নিউইয়র্ক টাইমস: ট্রাম্প

 আন্তর্জাতিক ডেস্ক:

কথিত ইসলামিক স্টেট-আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদিকে হত্যায় যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা নিউইয়র্ক টাইমস ভেস্তে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পত্রিকাটির একটি প্রতিবেদন আইসিস প্রধান আবু বকর আল-বাগদাদিকে শেষ করে দেয়ার যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা আটকে দিয়েছিল।

শনিবার টুইটে ট্রাম্প লিখেন, ‘দুশ্চরিত্র নিউইয়র্ক টাইমস সবচেয়ে দাগী সন্ত্রাসী আল-বাগদাদিকে হত্যার যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। জাতীয় নিরাপত্তার ওপর এটা তাদের অসুস্থ কর্মকাণ্ড।’

তবে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ব্যাখ্যা দেননি ডোনাল্ড ট্রাম্প। পত্রিকাটির কোন প্রতিবেদন বা প্রকাশনার জন্য বাগদাদিকে ধরা যায়নি সেটাও তিনি স্পষ্ট করেননি। এদিকে এক বিবৃতিতে নিউইয়র্ক টাইমস পলিটিকো নিউজ সাইটকে বলেছে, ‘ওই টুইটের বিষয়টি স্পষ্ট করতে আমরা হোয়াইট হাউজকে বলেছি।’

তবে মার্কিন গণমাধ্যমগুলোর মতে, কলোরাডো’র আসপেনে এক নিরাপত্তা সম্মেলনে দেয়া শীর্ষ এক মার্কিন জেনারেলের বক্তব্যকে উদ্ধৃত করে ফক্স নিউজের করা এক প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ড জেনারেল টনি থমাস বলেন, আইএস গোষ্ঠী সম্পর্কে তথ্য পেয়ে ২০১৫ সালে অভিযানের একটা পর্যায়ে গিয়ে বাগদাদির ‘একেবারে কাছে’ চলে গিয়েছিল মার্কিন বাহিনী।

ফক্স নিউজ’র ওই প্রতিবেদনে বলা হয়, থমাস বলেছিলেন- আইসিসি নেতার অবস্থান সম্পর্কে ‘খুবই ভালো অবস্থানে’ ছিল মার্কিন সেনারা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি প্রভাবশালী জাতীয় পত্রিকায় এক সপ্তাহ পর বিষয়টি ফাঁস হয়ে যায় এবং এটা ওই প্রচেষ্টাকে নিষ্ফল করে দেয়।’ এদিকে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, তিনি মনে করেন বাগদাদি এখনো বেঁচে আছেন। যদিও গত কয়েক মাসে বাগদাদি নিহত হয়েছেন বলে বহুবার দাবি করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি, আমরা মনে করছি যে, সে জীবিত।’ বাগদাদি নিহত হয়েছেন বলে গত কয়েক মাসে বহুবার দাবি করা হয়েছে। ইরাকে আইএসের ঘাঁটি মসুলের পতনের পর এ দাবি আরো জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র বাগদাদির মাথার বিনিময়ে ২৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ